মিয়ানমারের আরো ৩৭ শহরে সামরিক আইন জারি

প্রকাশিত: ০৩-০২-২০২৩ ২০:৫৮

আপডেট: ০৩-০২-২০২৩ ২০:৫৮

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে সামরিক সরকার ও বিভিন্ন বিদ্রোহী সংগঠনের মধ্যে সংঘাত ক্রমশ বেড়েই চলেছে। চলমান এ সংঘর্ষের মধ্যেই দেশটির জান্তা সরকার আরও ৩৭টি শহরে সামরিক আইন জারি করেছে। আজ (শুক্রবার) মিয়ানমারের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। 

দেশটির স্থানীয় গণমাধ্যম ‘ডেমোক্রেটিক ভয়েস অফ বার্মা’-এর খবরে বলা হয়েছে, ‘বৃহস্পতিবার মিয়ানমারের সামরিক জান্তা সরকার সেসব এলাকায় সামরিক আইন জারি করার নির্দেশ দিয়েছে, যেখানে দেশটির সেনাবাহিনী এবং বিভিন্ন বিদ্রোহী সংগঠনের মধ্যে তীব্র লড়াই হয়েছে।’

নতুন করে মিয়ানমারের যেসব এলাকায় সামরিক আইন জারি করা হয়েছে সেগুলো হলো, বাগো অঞ্চলের পাঁচ শহর, কাইনসেইকগি এবং কাওকারেক শহর, তানিনথারি অঞ্চল, মোন রাজ্যের ইয়ে শহর, কারেন রাজ্যের চার শহর, ম্যাগওয়ে অঞ্চলের পাঁচ শহর, সাগাইং অঞ্চলের ১০ শহর এবং ছিন রাজ্যের সাতটি শহর।

গত বুধবার জান্তা সরকার জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাসের জন্য বাড়ানোর ঠিক এক দিন পর এসব শহরে সামরিক আইন জারি করা হয়। দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে ওই জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

এ সামরিক আইনের অধীনে দেশটির বিচার বিভাগের সমস্ত ক্ষমতা সামরিক অভ্যুত্থানের নেতা মিন অং হ্লাইং এবং তার কমান্ডারদের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি, সামরিক অভ্যুত্থানে অং সান সু চি'র সরকারকে উৎখাত করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর তারা মান্দালে এবং ইয়াঙ্গুন অঞ্চলে সামরিক আইন জারি করে। এর আগে ২০২০ সালের নভেম্বরে সু চি'র ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি দল দেশটির জাতীয় নির্বাচনে জয়ী হয়।

 

Prottay/Bodiar