কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত: ০৩-০২-২০২৩ ২১:৪৪

আপডেট: ০৩-০২-২০২৩ ২১:৪৪

মাদারিপুর সংবাদদাতা: কুয়েতে সড়ক দুর্ঘটনায় আলমগীর কাজী (৩০) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত আলমগীর কাজী মাদারিপুর সদরের ধুরাইল ইউনিয়ন সরদার কান্দি গ্রামের মির্জা হাসেম কাজীর ছেলে।

আলমগীর কাজী কুয়েতের একটি কোম্পানীর হয়ে মাইক্রোবাস চালাতেন বলে জানা গেছে। গত মঙ্গলবার কুয়েতের স্থানীয় সময় সন্ধ্যায় আব্দালী নামক এলাকায় শ্রমিক নিয়ে আসতে গেলে অন্য একটি গাড়ির সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আলমগীর কাজী দীর্ঘ ১৫ বছর যাবৎ কুয়েতে কর্মরত ছিলেন। করোনার আগে বাংলাদেশ থেকে ছুটি কাটিয়ে আর দেশে ফিরতে পারেননি তিনি।

নিহত আলমগীরের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বাবাকে হারিয়ে শোকে মাতম করছে একমাত্র সন্তান। 

 

Prottay/Bodiar