‘বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম এখন শহর’

প্রকাশিত: ০৩-০২-২০২৩ ২২:৪৮

আপডেট: ০৪-০২-২০২৩ ০৮:১১

চট্টগ্রাম সংবাদদাতা : জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম এখন শহরে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রামের পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। 

আজ শুক্রবার (৩রা জানুয়ারি) বিকেলে পটিয়ায় জংগলখাইন ইউনিয়নে পাইরোল কমিউনিটি ক্লিনিক, উপ-ডাকঘর, হযরত আকবর শাহ মাদ্রাসা এতিমখানা ও হেফজখানার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হুইপ বলেন, সরকার গ্রামে স্বাস্থ্য, শিক্ষা, মসজিদ, মাদ্রাসাসহ শহরের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করছে। গ্রামের উন্নয়নের জন্য যখন যা চাওয়া হয় তাই প্রধানমন্ত্রী দেন বলে জানান তিনি। 

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মর্তুজা কামাল মুুন্সি ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সব্যসাচী নাথসহ আরো অনেকে।

 

Sumyia/Bodiar