একসাথে পর্দায় আসছেন দীপিকা-ক্যাটরিনা

প্রকাশিত: ০৪-০২-২০২৩ ১০:৫৬

আপডেট: ০৪-০২-২০২৩ ১০:৫৬

অনলাইন ডেস্ক: সংকটকাল অতিক্রম করে অবশেষে সাফল্যের মুখ দেখছে বলিউড ইন্ডাস্ট্রি। শাহরুখ খানের কামব্যাক সিনেমা 'পাঠান'-এর মাধ্যমে হলমুখী হয়েছেন সিনেপ্রেমীরা। যশ রাজের ‘স্পাই ইউনিভার্স’র অংশ হিসেবে শাহরুখ, সালমানের উপস্থিতি 'পাঠান'কে  দিয়েছে অন্যমাত্রা। এরই ধারাবাহিকতায় এবার একই সিনেমায় দেখা যেতে পারে বলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফকে।

‘পাঠান’ মুক্তির আগে সামাজিক মাধ্যমে ছবিটির প্রচার করেন ক্যাটরিনা। তারপর থেকেই অনুরাগীদের প্রশ্ন, কবে পর্দায় একসঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও তাকে। ছবির সাফল্যের পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ছবির চিত্রনাট্যকার শ্রীধর রাঘবন। তাকে প্রশ্ন করা হয়, ‘স্পাই ইউনিভার্স’-এ কি কখনও রুবিনা ও জোয়াকে একসঙ্গে দেখা  যেতে পারে ?

‘স্পাই ইউনিভার্স’-এ কি কখনও রুবিনা ও জোয়াকে একসঙ্গে  দেখা  যেতে পারে এমন প্রশ্নের জবাবে রাঘবনের বলেন, ‘সবটাই আদিত্য চোপড়ার মাথায় রয়েছে, একটাই স্পাই ইউনিভার্সে এই ঘটনাগুলো ঘটছে, এবং আদিত্যর মাথায় এই নিয়ে অনেক ভাবনা-চিন্তা রয়েছে।’ চিত্রনাট্যকারের এই মন্তব্যে আশাবাদী দুই অভিনেত্রীর অনুরাগীরা।

‘পাঠান’ মুক্তির আগে পাইরেসি রুখতে দর্শকদের কাছে আবেদন জানান শাহরুখ নিজে। ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন ‘পাঠান’-এর জন্য। সেই একই আবেদন জানিয়েছিলেন ‘এক থা টাইগার’-এর জোয়া তথা ক্যাটরিনা। সেই স্টোরিতে দীপিকা পাড়–কোনের নামও উল্লেখ করেন তিনি। উত্তরে নিজের অ্যাকাউন্ট থেকে সেই স্টোরি শেয়ার করেন দীপিকাও।

প্রসঙ্গত, প্রাক্তন প্রেমিক রণবীর কপুরকে নিয়ে দীপিকা ও ক্যাটরিনার মন কষাকষির খবর কারও অজানা নয়। এক সময় একে অন্যের মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ রেখেছিলেন তারা। তবে অবশেষে আভাস পাওয়া যাচ্ছে সেই বরফ গলার। একই সঙ্গে দর্শকের মাঝে আগ্রহ বাড়ছে দুই অভিনেত্রীকে একসাথে পর্দায় দেখার।

FR/habib