ক্রীড়া ডেস্ক: ক্রীড়াক্ষেত্রে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনাগুলোকে তদন্তের আওতায় আনা হচ্ছে। দু’একটি ঘটনা বিচারের আওতায় আনতে পারলে ভবিষ্যতে আর এমনটা হবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
আজ (শনিবার) দুপুরে, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে একটি মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সম্প্রতি বডি বিল্ডার জাহিদকে নিয়ে ঘটনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, এই ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে।
এছাড়াও তিনি জানান, উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
SMS/Bodiar