দুর্নীতি প্রতিরোধের আহবান মেননের

প্রকাশিত: ০৫-০২-২০২৩ ০৪:২৬

আপডেট: ০৫-০২-২০২৩ ০৪:২৬

টাঙ্গাইল সংবাদদাতা : দেশের উন্নয়ন হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এতে কোন সন্দেহ নেই। তবে এই উন্নয়নের ফলাফল জনগন পাচ্ছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

শনিবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে আলোচনা সভায় যোগদানের আগে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরো বলেন, “বাংলাদেশ একদিকে যেমন উন্নয়নের ধারায় অগ্রসর হচ্ছে, একই সাথে দেশের মধ্যে বৈষম্য আর দূর্নীতি চরমভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন এই দুর্নতির বিরুদ্ধে সবার সোচ্চার হওয়া প্রয়োজন। 

নির্বাচনী জোট নিয়ে তিনি বলেন, আমরা এখনো জোটবদ্ধ আছি এবং জোটবদ্ধভাবেই নির্বাচনে যাব। তবে জোটবদ্ধ না হলে নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র চলছে সেটি কার্যকর হয়ে যাবে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সরকারে যাওয়ার বিষয়টি আমাদের কন্ডিশন না। আমরাতো একটা অসম্প্রদায়িক গনতান্ত্রিক রাজনীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়েছি। সেই ঐক্যটা যতদুর পর্যন্ত প্রাসঙ্গিক থাকবে ততদিন পর্যন্ত জোট থাকবে। আর বড় দল আওয়ামী লীগ যদি মনে করে তারাই যথেষ্ট তাহলে আমাদের তখন সিদ্ধান্ত নিতে হবে।”

বঙ্গবীর কাদের সিদ্দিকীর দল কৃষক শ্রমিক জনতা লীগ জোটে আসার বিষয়ে তিনি বলেন, অসাম্প্রাদায়িক গনতান্ত্রিক রাজনীতি এবং মুক্তিযুদ্ধের ধারা অব্যাহত রাখার রাজনীতির সাথে সংযুক্ত হয়ে যারা এখানে আসতে চায় তাহলে অবশ্যই তাদের স্বাগত জানানো হবে। 

এসময় তার সঙ্গে ছিলেন ওয়ার্কার্স পার্টি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি গোলাম নওজব পাওয়ার চৌধুরী, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পিপলু, কমরেড আনিসুর রহমান মল্লিক, মওলানা ভাসানীর নাতি আজাদ খান ভাসানীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

Priyonty/prabir