নিজস্ব প্রতিবেদক: আন্দোলনে ব্যর্থ বিএনপি নির্বাচনেও হারার শংকায় আছে, তাই দেশে অস্থিতিশীল পরস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি যে কোন মূল্যে শেখ হাসিনাকে ঠেকানোর মন্ত্রে মাঠে নেমেছে।
আজ (রোববার) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপি আন্দোলনে হেরেছে, এখন তাদের শংকা নির্বাচনেও হারবে আর সেই শংকা থেকেই এমন পরিস্থিতি করতে চায় যেন তৃতীয় কোন ব্যক্তি বা অনির্বাচিত সরকার আসে।
কাদের বলেন, বিএনপি আন্দোলনের নামে কোন দূরভিসন্ধি করছে কিনা তাও পর্যবেক্ষণ করছে আওয়ামী লীগ। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে আওয়ামী লীগ।
এ সময় রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের বলেন, সময় আসলেই এ বিষয়ে জানা যাবে। নিজের প্রার্থীতা নিয়ে নিয়ে আগ্রহ বা যোগ্যতার তার নেই বলে মনে করেন তিনি। এছাড়া বর্তমান সময়ের অনেক দায়িত্ব অসম্পূর্ণ রেখে তিনি রাষ্ট্রপতি হতে চান না বলেও জানান সেতু মন্ত্রী।
AR/shimul