নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জে বহুল আলোচিত স্কুলছাত্রী জেসিকা মাহমুদ (১৬) ওরফে জেসি হত্যা মামলার প্রধান আসামি বিজয় রহমানকে গ্রেফতার করেছে র্যাব। সংস্থাটি বলছে, প্রেমঘটিত বিষয় নিয়ে জেসিকাকে হত্যা করে বিজয় রহমান ও তার স্ত্রী আবিদা। আজ (রোববার) রাজধানীর কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, বিজয় ২০১৯ সালে আসামি আদিবা আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায়। আদিবার সঙ্গে সম্পর্ক চলাকালীন বিজয় ২০২২ সালের জানুয়ারি মাসে ভিকটিম জেসিকার সঙ্গেও প্রেমের সম্পর্ক করে। বিজয় উভয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক রেখে গতবছর ফেব্রুয়ারি মাসে আদিবাকে বিয়ে করে। ভিকটিম জেসিকা মাহমুদ জেসি বিষয়টি জানতে পারে এবং বিজয়ের সঙ্গে তার বিভিন্ন কথোপকথনের স্ক্রিনশট আদিবার মেসেঞ্জারে পাঠায়।
এনিয়ে বিজয়ের সাথে জেসিকার মতবিরোধ তৈরি হয়। পরবর্তী সময়ে বিজয় ও আদিবা জেসিকাকে উচিত শিক্ষা দেওয়ার পরিকল্পনা করে। পূর্ব-পরিকল্পনার অংশ হিসেবে ঘটনার দিন বিকালে আদিবা ভিকটিম জেসিকার সঙ্গে দেখা করে। এসময় আদিবা বিজয়কেও ডেকে আনে। এরপর সেখানে তাদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির একপর্যায়ে বিজয় ও আদিবা জেসির গলাটিপে ধরলে ভিকটিম অজ্ঞান হয়ে পড়ে। পরবর্তী সময়ে জেসিকে অজ্ঞান অবস্থায় ছাদ থেকে ফেলে দেয় বিজয় ও আদিবা। পরে নিজেরাই আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গত তেসরা জানুয়ারির এ ঘটনায় জেসিকার ভাই বাদী হয়ে বিজয় ও আদিবাকে আসামি করে হত্যা মামলা করেন। ঘটনার পর থেকেই বিভিন্ন স্থানে আত্মগোপন করে বিজয়। এরমধ্যে ফরিদপুরের একটি মাজারে ছদ্মবেশে ২২ দিন আত্মগোপনে ছিল। পরে ধরা পড়ার ভয়ে সে রাজধানীতে এক বন্ধুর বাড়িতে এসে আশ্রয় নেয়। সেখান থেকেই তাকে গতকাল (শনিবার) দিবাগত রাতে গ্রেফতার করে র্যাব। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র্যাব।
rocky/sharif