ধানমন্ডি আইডিয়াল কলেজে শিক্ষকদের ক্লাস বর্জন

প্রকাশিত: ০৫-০২-২০২৩ ১৯:১৬

আপডেট: ০৫-০২-২০২৩ ২১:০৬

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষক-কর্মচারীরা ক্লাস ও কলেজের সব ধরনের কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ (রোববার) কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি সৈয়দ রেজাউর রহমান এবং কিছু সদস্যের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে এই ঘোষণা দেন তারা। 

দুপুরে ধানমন্ডি আইডিয়াল কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে শিক্ষকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রধান মনিরুল ইসলাম। এসময় তিনি বলেন, অভিযুক্তরা পদত্যাগ না করা পর্যন্ত ক্লাস ও কোনো ধরনের কার্যক্রম চলতে দেয়া হবে না।

একইসাথে অনিয়মের অভিযোগ এনে ভারপ্রাপ্ত অধ্যক্ষকেও কলেজ প্রাঙ্গনে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়।

Piash/sharif