এখন হবে উন্নয়নের রাজনীতি- শিল্পমন্ত্রী

প্রকাশিত: ০৫-০২-২০২৩ ২১:১৫

আপডেট: ০৫-০২-২০২৩ ২১:১৫

পটুয়াখালী  সংবাদদাতা: শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ন বলেছেন, নতুন করে বঙ্গবন্ধু আর জন্ম নেবেন না। দেশকে আবার স্বাধীন করতে হবে না। আমরা মুক্তিযোদ্ধারা সেটা করে ফেলেছি। এখন হবে উন্নয়নের রাজনীতি। আজ (রোববার) দুপুরে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত পদ্মা সেতু কেন্দ্রিক টেকসই শিল্পায়নে উন্নয়ন পরিকল্পনা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী আরও বলেন, 'বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মধ্য দিয়ে দেশের ইতিহাসের চাকাকে তারা ঘুরিয়ে দিতে চেয়েছে, উন্নয়নের চাকাকে ঘুরিয়ে দিতে চেয়েছে। কারণ, বঙ্গবন্ধু একটি ভিশন নিয়ে রাজনীতি করেছেন, বাঙালির অর্থনৈতিক মুক্তির জন্য তিনি রাজনীতি করেছেন। তার ছয়দফা থেকে শুরু করে প্রত্যেকটি দফায় তা ছিল। দেশপ্রেমের সঙ্গে তিনি দেশ পূর্ণগঠনের পরিকল্পনাও দিয়ে গেছেন'।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক আয়োজিত মতবিনিময় সভায় পটুয়াখালীসহ বরিশাল বিভাগের বিভিন্ন উদ্যোক্তা, ব্যবসায়ী, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

kanij/sharif