মোসলেম উদ্দিনের ঢাকায় জানাজা সম্পন্ন

প্রকাশিত: ০৬-০২-২০২৩ ১২:২৫

আপডেট: ০৬-০২-২০২৩ ১৯:৩১

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন আহমেদের ঢাকায় ২টি জানাজা সম্পন্ন হয়েছে।  সোমবার সকালে জাতীয় সংসদের দক্ষিন প্লাজায় প্রথম এবং বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে দলের পক্ষ থেকেও আবারো শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের। স্পিকার ও ডেপুটি স্পিকার এর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য ও হুইপগন।

এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, মোসলেম উদ্দিন নেতা থেকে কর্মী হয়েছেন, দলের নিবেদিত প্রাণ হিসেবে বঙ্গবন্ধুর চেতনার সৈনিক। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আওয়ামী লীগকেই লালন করেন তিনি। তার এমপি হবার মতো শেষ স্বপ্ন শেখ হাসিনা পূরণ করেছেন।

জানাজায় অংশ নিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, কিভাবে কর্মী থেকে নেতা হওয়া যায় তার কাছে শেখার রয়েছে । 

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেছেন, চট্টগ্রাম এর রাজনীতিতে মোসলেম উদ্দিন একজন আইকন বা অথরিটি ছিলেন। 

জানাযা শেষে তাকে হেলিকপ্টার যোগে চট্টগ্রামের বোয়ালখালী নিজ গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ আছর গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। 

পরদিন মঙ্গলবার সকাল ১১টায় নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে তৃতীয় জানাজা শেষে হযরত গরীব উল্লাহ শাহ মাজারে মায়ের কবরের পাশে দাফন করা হবে মোসলেম উদ্দীন আহমদেকে।

রোববার (৫ই ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতলে মারা যান দীর্ঘ দিন ধরে ক্যান্সার আক্রান্ত প্রবীণ এ রাজনীতিক। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৪ কন্যা, আত্মীয়-স্বজন ও বহু রাজনৈতিক শুভানুধ্যায়ী রেখে গেছেন।

Zubayer/shimul