ক্রীড়া ডেস্ক: আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের আগে আজ (সোমবার) অফিসিয়াল ওয়ার্মআপ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল, প্রতিপক্ষ পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে হবে এবারের নারীদের টি- টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট।
এই ম্যাচ সামনে রেখে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ নারী দল। শক্তি এবং অভিজ্ঞতার বিচারে বাংলাদেশ নারী দলের চেয়ে অনেক এগিয়ে পাকিস্তান। ওয়ার্মআপ ম্যাচের মধ্যে দিয়ে নিজেদের ভুল ত্রুটিগুলো শুধরে নিতে চায় বাংলাদেশ।
প্রতিপক্ষ নিয়ে চিন্তা না করে মাঠে নিজেদের সেরাটা খেলাই নিগার সুলতানা, জাহানারাদের লক্ষ্য। কেপটাউনের ওয়েস্টার্ন প্রভিন্স ক্লাব মাঠে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।
SMS/sat