নাটোর সংবাদদাতা: নাটোরের সিংড়ায় ট্রাক ও অটোভ্যানের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২ জন। আজ (সোমবার) সকালে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসুয়া সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে গাছ কাটার উদ্দেশ্যে ৫ জন শ্রমিক অটোভ্যানে করে নাটোরের চৌগ্রামে রওনা হয়। সিংড়া বাসুয়া সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয় অটোভ্যানটির। এতে ঘটনাস্থলেই রহিম আলী (৫০) নামে একজন মারা যান। গুরুতর আহত ২জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তাদের মৃত্যু হয়। তারা হলেন উপজেলার পুন্ডরী গ্রামের বিদ্যুৎ আলী (৩২) ও নজরপুর গ্রামের কাঁচু আলী (৫০)।
সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শিবলী নোমানী জানান, আহত অপর দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
afroza/sat