‘ভূমিকম্পে প্রাণহানি ১০ হাজার ছাড়াতে পারে’

প্রকাশিত: ০৬-০২-২০২৩ ১৭:২৯

আপডেট: ০৬-০২-২০২৩ ১৭:৩৩

আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে সিরিয়া ও তুরস্ক সীমান্তের বিস্তীর্ণ এলাকায়। শত বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী এই ভূমিকম্পে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে এক হাজার ৩ শতাধিক মানুষ। কেবল তুরস্কেই মৃত্যু হয়েছে ৯ শতাধিক মানুষের। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) আভাস দিয়েছে ভূমিকম্পে তুরস্কে ১০ হাজার মানুষের প্রাণহানি  হতে পারে।

ইউএসজিএস বলছে, নিহতের সংখ্যা ১ হাজার থেকে ১০ হাজারে পৌঁছানোর আশঙ্কা রয়েছে ৪৭ শতাংশ। আর ১০০ থেকে ১ হাজারে ২৭ শতাংশ। ১০ থেকে ১ লাখে নিহত পৌঁছানার শঙ্কা রয়েছে ২০ শতাংশ। এই অঞ্চলে ভূমিকম্পের পূর্বের ইতিহাস, জনসংখ্যা, কম্পন এবং ভবনের অবকাঠামোর ওপর ভিত্তি করে এমন ধারণা করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থাটি। 

ইউএসজিএসের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের আর্থিক ক্ষতি ১০০ কোটি ডলার থেকে এক হাজার কোটি ডলারের মধ্যে হতে পারে যা তুরস্কের জিডিপির প্রায় ২ শতাংশের সমান। 

ভূমিকম্প বিশ্লেষকদের অনেকে বলছেন, তুরস্কে সোমবারের এই ভূমিকম্প ৮ দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী। ৮০ বছরেরও বেশি সময় আগে দেশটিতে আজকের মতো শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছিল। 

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ভূতাত্ত্বিক স্টিফেন হিকস বলেন, আগের সবচেয়ে তীব্র ভূমিকম্পটিও ৭ দশমিক ৮ মাত্রার ছিল। সেটি ১৯৩৯ সালের ডিসেম্বরে উত্তর-পূর্ব তুরস্কে আঘাত হানে এবং এতে ৩০ হাজার মানুষ মারা যান। 

২০২০ সালের জানুয়ারিতে দেশটির পূর্বাঞ্চলীয় শহর এলাজিগে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ৪১ জন নিহত ও এক হাজার ৬০০ জনের বেশি আহত হন।

rocky/sat