আন্তর্জাতিক ডেস্ক: কয়েক ঘন্টার ব্যবধানে তুরস্কে আরো একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। দ্বিতীয় ভূমিকম্পটি স্থানীয় সময় আজ (সোমবার) দুপুর দেড়টায় অনুভূত হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয় দক্ষিণ-পূর্ব তুরস্কে, যার কেন্দ্রস্থল কাহরামানমারাস শহরের কাছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলেছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৫। একিনোজু শহরের ৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। তবে দ্বিতীয় ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একজন কর্মকর্তা বলেছেন যে এটি "আফটারশক না" এবং আজ সকালের ভূমিকম্প থেকে "স্বাধীন" ছিল।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমও বলেছে যে সর্বশেষ বড় ভূমিকম্পে দামেস্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও বিশদ বিবরণ দেয়নি তারা।
এর আগে, আজ ভোরে তুরস্ক-সিরিয়া সীমান্তে আঘাত হানে প্রথম ভূমিকম্প। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭ দশমিক ৮। ১৯৩৯ সালের পর থেকে তুরস্কে এটাই সবচেয়ে বড় বিপর্যয়। ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে দেশটিতে অন্তত ২ হাজার ৮১৮টি ভবন ধসে পড়েছে।
rocky/sat