‘বিএনপির প্রথম ধাপের আন্দোলনে আওয়ামী লীগ পরাজিত’

প্রকাশিত: ০৬-০২-২০২৩ ১৯:৩৬

আপডেট: ০৬-০২-২০২৩ ২১:১৬

নিজস্ব প্রতিবেদক: সরকার পতনে প্রথম ধাপের আন্দোলনে আওয়ামী লীগ পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (সোমবার) বনানীতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন তিনি।

আমির খসরু বলেন, ক্ষমতাসীনদের হটাতে আন্দোলনকে বহুমুখী করার পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে।

আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়াতে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচির কথা উল্লেখ কওে তিনি বলেন, ক্ষমতা ধরে রাখতে সরকার যত মডেল-ই প্রস্তুত করুক না কেনো, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেয়া ছাড়া বিকল্প পথ খোলা নেই বলেও দাবি করেন ।

GM/sat