‘মোছলেম উদ্দিন নিবেদিত কর্মী ছিলেন’

প্রকাশিত: ০৬-০২-২০২৩ ১৯:৫৮

আপডেট: ০৬-০২-২০২৩ ২১:০৬

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমেদের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। আজ (সোমবার) স্পিকার শিরিন শারমিন চৌধুরী এ প্রস্তাব উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে তা গ্রহণ করা হয়। পরে প্রস্তাবের উপর আলোচনার পর মুলতবি করা হয় অধিবেশন। আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধ ও সকল আন্দোলন-সংগ্রামে মোছলেম উদ্দিন সবসময় সামনের কাতারে ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শ ও রাজনীতির প্রতি সারা জীবন ছিলেন অবিচল।  মোছলেম উদ্দিন আহমদ আওয়ামী লীগের নিবেদিত প্রাণ কর্মী ছিলেন। আলোচনায় সরকার ও বিরোধী দলের সদস্যরা অংশ নেন। 

বীর মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমেদ রোববার দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে সোমবার জাতীয় সংসদে উত্থাপিত শোক প্রস্তাব সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা। 

অংশ নেন সরকার ও বিরোধীদলের সংসদ সদস্যরা। তারা বলেন, মুক্তিযুদ্ধ ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে কখনও কারো সঙ্গে আপোষ করেননি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমেদ। মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে চট্টগ্রামের রণাঙ্গনে সক্রিয় ছিলেন তিনি।

আলোচনায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন মোছলেম উদ্দিন। মুক্তিযুদ্ধসহ সকল লড়াই-সংগ্রামে তিনি সক্রিয় ছিলেন এবং সাহসী ভূমিকা রেখেছেন। 

দেশপ্রেম ও জনগণের প্রতি কর্তব্যবোধ মোছলেম উদ্দিন আহমেদকে স্মরণীয় করে রাখবে বলে মনে করেন শেখ হাসিনা। 

পরে প্রয়াতের প্রতি সম্মান জানিয়ে সংসদে এক মিনিট নিবরতা পালন এবং আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এরপর রেওয়াজ অনুযায়ী সংসদের বৈঠক মুলতবি করা হয়।

EHM/sat