বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে হারলো বাংলাদেশের মেয়েরা

প্রকাশিত: ০৬-০২-২০২৩ ২১:৪৬

আপডেট: ০৬-০২-২০২৩ ২১:৪৬

ক্রীড়া ডেস্ক: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের কাছে ছয় উইকেটে হেরেছে বাংলাদেশ। আজ (সোমবার) কেপটাউনে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১০০ রান তোলে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট আর ২৪ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় পাকিস্তান।

দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। টস জিতে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করলেও শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি টাইগ্রেসরা। ওপেনার সালমা খাতুন ৮ রানে ফেরার পর জুটি গড়েন শুভানা মোস্তারি ও শামীমা সুলতানা। শুভানা ২১ বলে ১৮ আর শামীমা সুলতানা ৪১ বলে করেন ৩৬ রান। অধিনায়ক নিগার সুলতানার ব্যাট থেকে আসে ১৫ রান।

১৪তম ওভার চলার সময় ৩ উইকেটে ৭০ রান ছিল বাংলাদেশের। এরপর ২৮ রান তুলতে ৫টি উইকেট হারায় মেয়েরা। নিয়মিত উইকেট হারানোতেই পুঁজিটা বড় হয়নি। পাকিস্তানের নিদা দার আর নাসরা সান্ধু নেন দুটি করে উইকেট।

জবাবে ব্যাটে নেমে দলীয় ১০ রানের মাথায় প্রথম উইকেট হারায় পাকিস্তান। এরপর ২২ রানের মাথায় পাকিস্তানের দ্বিতীয় উইকেটের পতন হয়। তৃতীয় উইকেটে বিসমাহ মারুফ আর মুনিবা আলী গড়েন ৪৬ রানের জুটি। 

এই দুজনের বিদায়ের পর নিদা দার আর আয়েশা নাসিমের ব্যাটে সহজেই লক্ষ্যে পৌঁছায় পাকিস্তান। নিদা ১৯ বলে ২৪ এবং আয়েশা ১০ বলে ২০ রান করেন। বাংলাদেশের রুমানা আহমেদ ও মারুফা আক্তার নিয়েছেন দু’টি করে উইকেট।

 

rocky/sat