আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাঙালিরা বৈশাখী উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু করেছেন। আগামী এপ্রিল মাসে আয়োজন করা হবে তিন দিনব্যাপী এই উৎসব। এবার উৎসবের মূল আকর্ষণ শতকণ্ঠে বাংলা বর্ষবরণ সংগীত। প্রবাসীরা তারই মহড়া করছেন নিউইয়র্কের জ্যাকসন হাইটসে। প্রবাসী শিল্পী মহিতোষ তালুকদার তাপসের পরিচালনায় এই মহড়ায় অংশ নেন দুই শতাধিক বাংলাদেশি।
আমেরিকার নিউইয়র্কে এখন তাপমাত্রা হিমাঙ্কের ২০ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস নিচে। বরফজমা এমন হিম ঠাণ্ডার মধ্যে সেখানে প্রবাসী বাংলাদেশিরা বাংলা বর্ষবরণ উৎসব আয়োজনের প্রস্তুতিতে মেতেছেন। আগামী এপ্রিল মাসে নিউইয়র্কে আয়োজিত হতে যাচ্ছে শতকণ্ঠে বাংলা বর্ষবরণ-১৪৩০’। এর প্রস্তুতির মহড়াও শুরু হয়েছে। গত ৪ ও ৫ই ফেব্রুয়ারি গণসংগীত মহড়া করেছেন দুই শতাধিক প্রবাসী বাঙালি শিল্পী। জ্যাকসন হাইটসের নবান্ন রেস্তোরায় এই মহড়া পরিচালনা করেন মহিতোষ তালকুদার তাপস।
আয়োজকরা জানিয়েছেন, শতকণ্ঠে সংগীত ছাড়াও বাংলা বর্ষবরণ উৎসবে থাকবে, মঙ্গল শোভাযাত্রা ও পুঁথিপাঠসহ নানা সাংস্কৃতিক আয়োজন।
অনুষ্ঠানের দিন একটি স্মারকগ্রন্থ প্রকাশ করবে আয়োজকরা, যাতে ভারতের পশ্চিমবঙ্গের লেখকদেরও লেখা থাকবে।
আসন্ন বৈশাখী উৎসব ঘিরে নিউইয়র্কের বাঙালিদের ব্যাপক সাড়া পাওয়ার কথা জানিয়েছেন আয়োজকরা।
নিউইয়র্কে বৈশাখী উৎসবে যোগ দেবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের প্রবাসী বাঙালিরা।
aleya/sat