নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নাট বল্টু চুরির দায়ে তিন শিক্ষার্থীকে পিটিয়ে মাথার চুল কেটে দেয়ার অভিযোগ উঠেছে গোপালদী পৌরসভার মেয়র এম এ হালিম সিকদারের বিরুদ্ধে। সোমবার সকালে উপজেলার রামচন্দ্রদী এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে উপজেলার রামচন্দ্রদী গ্রামের জাহাঙ্গীরের ছেলে বায়েজিদ (১০), হাসানের ছেলে সিয়াম (৮) ও জজ মিয়ার ছেলে আফরীদ (৮) মেয়র হালিম সিকদারের সাইজিংয়ের সামনে নাট বল্টু নিয়ে খেলা করছিল। এসময় মেয়র তার লোকজন নিয়ে বাড়ি থেকে তাদের ধরে এনে হাত বেঁধে দুই ঘণ্টা আটক রেখে মারধর করেন। পরে রামচন্দ্রদী বাস স্ট্যান্ডে এনে তাদের মাথার চুল কেটে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেন।
এ বিষয়ে গোপালদী পৌরসভার মেয়র এম এ হালিম সিকদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, চুরি করেছে, তাই তাদের চুল কেটে দিয়েছেন।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, এ ব্যপারে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
sanjida/Bodiar