সংসদীয় আসনের সীমানা নির্ধারণে ইসির বৈঠক আজ

প্রকাশিত: ০৭-০২-২০২৩ ১১:০৭

আপডেট: ০৭-০২-২০২৩ ১২:৫৭

নিজস্ব প্রতিবেদক: আজ নির্বাচন কমিশন সীমানা পুনঃনির্ধারণের কর্মপন্থা নিয়ে আলোচনা করতে আজ বৈঠকে বসবেন কমিশনাররা।

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ আদমশুমারির চূড়ান্ত প্রতিবেদনের অপেক্ষায় থাকলেও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে পাঠানো খসড়া প্রতিবেদনের তথ্য ধরেই কাজ শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। 

সূত্র জানায়, পরিসংখ্যান ব্যুরো থেকে পাওয়া জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী বিদ্যমান জাতীয় সংসদের নির্বাচনি এলাকার মোট জনসংখ্যার ভিত্তিতে ইসি সীমানা পুনঃনির্ধারণের কাজ শুরু করছে। এটাকে ভিত্তি ধরে মঙ্গলবারের বৈঠকে আলোচনা করা হবে। 

এরই মধ্যে জেলাভিত্তিক জনসংখ্যার হিসাবও প্রকাশিত হয়েছে। উপজেলাভিত্তিক হিসাব প্রস্তুতের কাজ চলছে। তাই চূড়ান্ত জনশুমারি প্রকাশ না হলেও এসব ধরেই সীমানা পুনঃনির্ধারণ করা হবে।

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে  বলেন, তারা বিবিএস থেকে পূর্ণাঙ্গ প্রতিবেদন হয়তো জুনের আগে পাবেন না। তবে না পেলেও যে খসড়া প্রতিবেদন পাঠিয়েছে তা থেকে ৪-৫ শতাংশ এদিক-সেদিক হয়। সেক্ষেত্রে আমাদের কাজ করতে সমস্যা হবার কথা নয়। সেটা দিয়েই আমরা কাজ শুরু করছি।

জানা গেছে, প্রশাসনিক এবং ভৌগোলিক অখণ্ডতাকে গুরুত্ব দিয়ে সীমানা পুনঃনির্ধারণ করা হবে। সেই অনুযায়ী জাতীয় সংসদের হাতে গোনা কয়েকটি আসনের এলাকা পরিবর্তন হতে পারে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, জনসংখ্যার ভিত্তিতে সীমানা পুনঃনির্ধারণ করতে গেলে নানা ধরনের প্রশাসনিক অসুবিধা সৃষ্টি হবে। তাই সীমানা পুনঃনির্ধারণের ক্ষেত্রে প্রশাসনিক অখণ্ডতার বিষয়টি এবার সর্বাধিক গুরুত্ব পাবে। তবে সবার সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

 

AR/prabir