নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি বিপুল জনপ্রিয়তা পাওয়া ওপেন এআই এর চ্যাটজিপিটিকে টক্কর দিতে প্রস্তুত হচ্ছে গুগল। কোম্পানির প্রধান নির্বাহী সুন্দর পিচাই জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে গুগলের নতুন চ্যাট বট ‘বার্ড’ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সেবা দেবে। আপাতত ব্যবহারকারীদের মতামত নেওয়ার জন্য তা অনলাইনে ছাড়া হবে।
চ্যাটজিপিটির জনপ্রিয়তার প্রভাবে গুগল ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছিল। গুগলের সার্চ ইঞ্জিন মানুষকে নানা ধরনের তথ্যের সূত্র ধরিয়ে দেয়। কিন্তু চ্যাটজিপিটি আরও সুনির্দিষ্ট তথ্য দেয়। লিটারেচার রিভিউ করে দেয়। সেদিক থেকে পিছিয়েই আছে গুগল। তাই এবার কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে গুগলও তার সার্চ ইঞ্জিনে চ্যাটবট যুক্ত করতে যাচ্ছে।
সুন্দর পিচাই বলেছেন, গুগল তার সার্চ ইঞ্জিনে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করবে, যা অনেক জটিল প্রশ্নের উত্তর দিতে পারবে। যেমন গিটার নাকি পিয়ানো বাজানো সহজ এমন প্রশ্নের উত্তরও দেবে গুগলের নতুন এই কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাট বট। বার্ড ইতিমধ্যেই পরীক্ষকদের জন্য উন্মুক্ত হয়েছে। কথোপকথন ইন্টারফেসভিত্তিক এই সিস্টেমটি "বিশ্ব জ্ঞানের প্রশস্ততা" ধারণের জন্য ডিজাইন করা হয়েছে। এটি এলএএমডিএ নামক একটি শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন মডেলের ছোট সংস্করণ ব্যবহার করে করা হয়েছে, যা গুগল প্রথম ২০২১ সালের মে মাসে ঘোষণা করেছিল।
তবে গুগল কীভাবে চ্যাটজিপিটি থেকে বার্ডকে আলাদা করবে, তা এখনো পরিষ্কার নয়। পিচাই বলেছেন, গুগলের নতুন সেবা ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করবে, যেখানে চ্যাটজিপিটির জ্ঞান ২০২১ সাল পর্যন্ত সীমাবদ্ধ।
ইতিমধ্যে বার্ডের ডেমো শুরু করেছে গুগল। দেখা গেছে, বার্ড ব্যবহারকারীদের প্রশ্ন করতে বা কিছু বলতে উৎসাহিত করে। তাকে মহাশূন্য গবেষণায় ব্যবহৃত টেলিস্কোপ সম্পর্কে প্রশ্ন করা হলে সে দ্রুত উত্তর দেয়। তবে চ্যাটজিপিটির মতো সেও ব্যবহারকারীদের সতর্ক করে, তার উত্তর যথার্থ নাও হতে পারে।
কোম্পানি হিসেবে গুগলের বাজারমূল্য ১ লাখ ১০ হাজার কোটি ডলার। মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান ডিএ ডেভিডসনের হিসাব, কোম্পানি হিসেবে মূল্যায়নের ক্ষেত্রে গুগল সার্চ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সার্চ থেকে বার্ষিক ১২০ বিলিয়ন বা ১২ হাজার কোটি মার্কিন ডলার আয় করে গুগল। অন্যদিকে, বিং থেকে মাইক্রোসফটের আয় মাত্র ১১ বিলিয়ন বা ১ হাজার ১০০ কোটি ডলার।
Prottay/prabir