কারাগার থেকে পালিয়েছে ২০ জঙ্গি

প্রকাশিত: ০৭-০২-২০২৩ ১৭:১৬

আপডেট: ০৭-০২-২০২৩ ১৭:১৬

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্ক সীমান্তবর্তী ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি কারাগারের বন্দিরা বিদ্রোহ করেছে। এরপর কমপক্ষে ২০ জন বন্দী কারাগার থেকে পালিয়ে যায়। যাদের মধ্যে বেশিরভাগই জঙ্গি সদস্য ছিল। বার্তা সংস্থা এএফপির বরাতে জানিয়েছে আল জাজিরা।

তুর্কি সীমান্তের কাছে সিরিয়ার রাজো শহরের কারাগারে প্রায় দুই হাজার বন্দি রয়েছে। যাদের মধ্যে এক হাজার ৩শ' জনের মতো আইএস যোদ্ধা বলে ধারণা করা হয়। এছাড়া কারাগারে কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর যোদ্ধাও রয়েছে।

কারাগার কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্প আঘাত হানার পর রাজো এলাকা ক্ষতিগ্রস্ত হয়। এ সময় কারাবন্দিরা বিদ্রোহ শুরু করে এবং কারাগারের কিছু অংশের নিয়ন্ত্রণ নেয়। ওই সময় ২০ জন বন্দি পালিয়ে গেছে যাদের (আইএস) জঙ্গি বলে মনে করা হয়।

উল্লে­খ্য, তুরস্ক ও সিরিয়ায় সোমবার তিনটি ভূমিকম্প আঘাত হানার ২৪ ঘণ্টার মধ্যে ৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। আরও হাজার হাজার মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তুপে আটকে পড়াদের সন্ধানে বিভিন্ন অঞ্চলে উদ্ধার অভিযান চলছে।

 

AR/shimul