ব্রাহ্মণবাড়িয়ায় আবারো সব আদালত বর্জনের ঘোষণা

প্রকাশিত: ০৭-০২-২০২৩ ২১:২১

আপডেট: ০৭-০২-২০২৩ ২১:২১

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা আবারো আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করেছেন। আগামীকাল বুধবার থেকে আগামী ১৬ই ফেব্রুয়ারি পর্যন্ত আদালত বর্জন কর্মসূচি পালন করবেন তারা। আজ (মঙ্গলবার) দুপুরে সাধারণ সভা করে জেলা আইনজীবী সমিতি এ সিদ্ধান্ত নেয়। 

এর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ শারমিন নিগার এবং নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ ফারুকের অপসারণ এবং আদালতের নাজির মুমিনুলের বিচারের দাবিতে গত ৫ই জানুয়ারি থেকে পর্যায়ক্রমে সব আদালত বর্জন করে আসছিলেন জেলা বারের আইনজীবীরা। একপর্যায়ে জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আদালত বর্জন অব্যাহত রেখে বাকি সব আদালতের কার্যক্রমে অংশ নেন আইনজীবীরা। 

তবে আজকের সভা শেষে আইনজীবী সমিতির পক্ষ থেকে জানানো হয়, আমরা আইনমন্ত্রীর আশ্বাসের দুটি ছাড়া বাকি আদালতে যাওয়া শুরু করেছিলাম। কিন্তু আমাদের দাবি পূরণ হয়নি। এ কারণে ১৬ই ফেব্রুয়ারি পর্যন্ত সব আদালত বর্জন করা হবে। বুধবার (৮ই ফেব্রুয়ারি) থেকে ১৬ই ফেব্রুয়ারি পর্যন্ত আদালত বর্জনের এই কর্মসূচি চলবে বলে জানানো হয়।

আইনজীবীদের দাবিগুলো হলো- আইনজীবীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, পুরাতন কাচারি এলাকায় আইনজীবীদের সম্পদ সংরক্ষণ, দুই বিচারকের অপসারণ ও নাজির মুমিনের দৃষ্টান্তমূলক শাস্তি।

 

rocky/shimul