অধিগ্রহনকৃত জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৭-০২-২০২৩ ২১:৫২

আপডেট: ০৭-০২-২০২৩ ২১:৫২

নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি ও মুক্তারপুর সড়কপ্রসস্তকরণ প্রকল্পের ভূমি অধিগ্রহণে ন্যায্যমূল্যের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। আজ (মঙ্গলবার) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণ আদায় সংগ্রাম পরিষদের ব্যানারে এতে বক্তব্য রাখেন কমিটির আহ্বায়ক হালিম সিকদার ও সদস্য সচিব মোহাম্মদ নাজির।

সংবাদ সম্মেলনে তারা বলেন, দেশের প্রথম দোতলা রাস্তা নির্মাণের এই প্রকল্পে এ অঞ্চলের মানুষ আনন্দিত। এখানে প্রায় সাড়ে ৩শ’পরিবারের জমি অধিগ্রহণ করছে সরকার। তবে প্রকল্প সংশ্লিষ্ট জমির ন্যায্য মূল্য না দেয়ায় জমির মালিকরা ক্ষতির মুখে পড়বে। 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জমির ন্যায্য মূল্যের দাবি জানান। 

 

rocky/shimul