নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন ব্যক্তি ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রতারণা করে প্রায় ৫ কোটি টাকা হাতিয়ে নেয়া হাসান ছালাম নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজ (মঙ্গলবার) দুপুরে, রাজধানীর কারওয়ানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এসব তথ্য জানান।
তিনি জানান, প্রতারণার অর্থে হাসান ছালাম রাজধানীর বসুন্ধরা সিটিসহ বিভিন্ন স্থানে দোকান ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা ও বিনিয়োগ করেছেন।
Hamim/shimul