আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে সবধরনের মার্কিন সহায়তা বন্ধ করতে আহ্বান জানিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটস। স্থানীয় সময় সোমবার (৭ই ফেব্রয়ারি) মার্কিন পার্লামেন্টের নিুকক্ষ প্রতিনিধি পরিষদে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান।
ম্যাট গেটস বলেন, ইউক্রেনের সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলার পাঠানো বন্ধ করতে হবে। এই আর্থিক সহায়তা শুধু সামরিক ঠিকাদারদের উপকৃত করছে।
এই রিপাবলিকান নেতা বলেন, ‘প্রতিরক্ষা ঠিকাদারদের শুধু জানা দরকার কোথায় যুদ্ধ হচ্ছে। এরপর তারা অস্ত্র দেয়ার প্রস্তুতি নেয়। এভাবে অস্ত্র দিয়ে ইউক্রেনের প্রতি ওয়াশিংটনের সমর্থন যুদ্ধের অবসান ঘটাবে না বরং হত্যাকে দীর্ঘায়িত করবে বলেও মনে করেন এই কংগ্রেসম্যান।
ম্যাট গেটস অভিযোগ করেন, প্রেসিডেন্ট জো বাইডেন পারমাণবিক যুদ্ধে জড়ানোর জন্য রাশিয়াকে উসকানি দিচ্ছে। এটি বন্ধ করে বরং একটি সমাধানে পৌঁছানোর জন্য প্রেসিডেন্ট বাইডেনের প্রতি আহ্বান জানান তিনি।
SAI/sat