ফ্রান্সে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ

প্রকাশিত: ০৮-০২-২০২৩ ০৩:০৩

আপডেট: ০৮-০২-২০২৩ ০৩:০৩

আন্তর্জাতিক ডেস্ক: সরকারি কর্মচারীদের অবসরে যাওয়ার বয়স বাড়ানোর উদ্যোগের প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ বেড়েই চলেছে। বিক্ষোভ দমনে কঠোর অবস্থানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। 

স্থানীয় সময় মঙ্গলবার (৭ই ফেব্র“য়ারি) রেনেস শহরে বিক্ষোভ চলাকালে নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে হামলা চালায় আন্দোলনকারীরা। পরে তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। এসময় কয়েকজনকে আটক করা হয়।  

সম্প্রতি ফ্রান্সে অবসরের বয়সসীমা ২ বছর বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছে সরকার। এতে সরকারি কর্মীদের অবসরে যাওয়ার বয়স ৬২ বছর থেকে বাড়িয়ে ৬৪ বছর করার প্রস্তাব করা হয়েছে। নতুন বিলের প্রস্তাবের অধীনে, ২০২৭ থেকে ফরাসি নাগরিকদের সম্পূর্ণ পেনশনে পেতে ৪৩ বছর কাজ করতে হবে, যা বর্তমানে ৪২ বছর। ফরাসি সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে দেশটির হাজার হাজার নাগরিক প্রতিবাদ করছেন। 

ফ্রান্সের শ্রম মন্ত্রণালয়ের বলছে, অবসরের বয়স দুই বছর পিছিয়ে দেওয়া এবং পে-ইন পিরিয়ড বাড়ানো বার্ষিক পেনশন অবদানে অতিরিক্ত ১৭ দশমিক সাত বিলিয়ন ইউরো যোগ করবে। এই সংস্কারটি প্রয়োজনীয় এবং ন্যায্য। 

SAI/sat