হিলি সংবাদদাতা: দিনাজপুরের হিলিতে গভীর নলকূপের জায়গা নিয়ে দু’পক্ষের বিরোধে ফসলি জমিতে পানি সেচ বন্ধ রয়েছে। ফলে বোরো মৌসুমে অনাবাদি রয়েছে দু’শ বিঘা ফসলি জমি। বিঘ্নিত হচ্ছে, বোরোসহ অন্যান্য ফসলেরও চাষাবাদ। সেচ সুবিধা না পাওয়ায় বিপাকে পড়েছে স্থানীয় কৃষকরা।
১৯৮২ সাল থেকে হিলি উপজেলার বলরামপুর গ্রামের কৃষকরা, গভীর নলকুপের সাহায্যে সেচ দিয়ে ২০০ বিঘা জমিতে বোরো চাষ করে আসছিলো। সমবায় সমিতির মাধ্যমে কৃষকরা এটি চালাতো। কিন্তু গেলো বছর স্থানীয় ইউপি সদস্য গভীর নলকুপটির মালিকানা দাবি করে এবং কৃষকদের জমিতে পানি দেয়া বন্ধ করে দেয়। এতে বোরো চাষ ব্যাহত হচ্ছে।
বোরো মৌসুমে জমিতে সেচ দিতে না পারায় ভোগান্তিতে পড়ে স্থানীয় কৃষকরা। অনিশ্চিত হয়ে পড়েছে ২০০ বিঘা জমির ইরি-বোরো আবাদ।
এদিকে, ইউপি সদস্য বিনুল ইসলামের দাবি করেছেন গভীর নলকূপটি তার নিয়ন্ত্রণে আছে। তবে সময় মতো সেচ দেওয়া হচ্ছে।
এই সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে হিলি উপজেলা প্রশাসন।
sanjida/Bodiar