আন্তর্জাতিক ডেস্ক: রাজনৈতিকভাবে বিভক্ত মার্কিন কংগ্রেসকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার বাইডেন তাঁর বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে এই আহ্বান জানান। ভাষণে তাঁর প্রশাসনের নানা অর্জন ও সাফল্যের কথা তুলে ধরেন। অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও পররাষ্ট্রনীতি নিয়েও কথা বলেন বাইডেন।
গত জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেয় বিরোধী দল রিপাবলিকান পার্টি। আর উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নেয় বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টি। বিভক্ত এই কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রথম ভাষণ দিলেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনে।
এসময় যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, অর্থনীতি ও পররাষ্ট্রনীতি সহ বৈশ্বিক নানান বিষয়ে কথা বলেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার এই স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট।
বাইডেন তার ভাষণে যুক্তরাষ্ট্রের সাথে চীনের সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বের স্বার্থেই চীনের সাথে কাজ করতে চায় তার সরকার। কিন্তু চীন যদি আমেরিকার সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, এক্ষেত্রে নিজ দেশের স্বার্থে যা করা দরকার সবই করার কথা বলেন জো বাইডেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার বক্তব্যে করোনা মহামারীর পর মার্কিন অর্থনীতিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি হিসেবে বজায় রাখার জন্য দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেন। সেইসাথে আর্থিক খাত পনুরুদ্ধারে কংগ্রেসের জোড়ালো ভূমিকা চেয়েছেন তিনি।
দুই বছর আগে ইউএস ক্যাপিটাল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনার পরও দেশটির গণতন্ত্র অটুট ও অবিচ্ছিন্ন রয়েছে বলে মন্তব্য করেন বাইডেন। এছাড়া পুলিশ বাহিনীতে সংস্কারের তাগিদ দিয়ে নির্বিচারে গুলি করা নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট । সেইসাথে তাঁর দেশে অ্যাসল্ট অস্ত্র নিষিদ্ধের আহ্বান জানান তিনি।
বাইডেনের এই ভাষণে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর সম্ভাব্য প্রতিদ্ব›দ্বীতার ইঙ্গিত মিলেছে । ধারণা করা হচ্ছে এ বিষয়ে তিনি শিগগির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।
AAJ/Bodiar