আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের গাজিয়েন্টেপে একটি ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৪০ ঘণ্টার পর দুই যমজ ভাইবোনকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। তাদের মা-বাবাকেও এই সময় উদ্ধার করা হয়। যমজ শিশুর মধ্যে প্রথমে ছেলে আহমেত এরবেকে গাজিয়ানটেপ থেকে উদ্ধার করা হয়। এসময় এরবায়ের যমজ বোন আমিন এলসিনকেও উদ্ধার করে
রাষ্ট্র পরিচালিত মিডিয়া আউটলেট আনাদোলু এজেন্সি জানায়, উদ্ধার অভিযানের ভিডিও ধারণ করে উদ্ধারকারী পুলিশ দল। তুর্কি পুলিশ সার্ভিসের প্রকাশিত সেই ফুটেজে দেখা যাচ্ছে একটি ভবনের ধ্বংসাবশেষ থেকে শিশু দুটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ বলেছে, তারা দুজন ছিল "অলৌকিক যমজ"। তাদের কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে মেডিকেল টিমের কাছে পাঠায়।
এরবায়ের যমজ বোন আমিন এলসিনকেও উদ্ধার করার পরে বাচ্চাদের হাসপাতালে পাঠানো হয়েছিল। এরপর উদ্ধারকারী দল যমজদের মা পিনার এবং বাবা ইব্রাহিম কারাপিরলিরকেও উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়।
FR/Bodiar