বান্দরবান সংবাদদাতা: বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সতেরো জন ও পার্বত্য এলাকার সশস্ত্র সংগঠন কেএনএফ’র তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
এসময় বিপুল পরিমাণ অস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম ও নগদ সাত লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। গত ১৭ই অক্টোবর থেকে বান্দরবানে জঙ্গি ও সন্ত্রাস নির্মূলে অভিযান চালাচ্ছে র্যাব।
আজ (বুধবার) সকালে বান্দরবান র্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মইন জানান, কেএনএফ নতুন জঙ্গি সংগঠনটির সদস্যদের প্রশিক্ষণ দিয়ে আসছিলো বান্দরবানের থানচিতে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
Priyonty/Bodiar