নিজস্ব প্রতিবেদক: স্মার্ট বাংলাদেশ গড়তে প্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ জনশক্তি তৈরি এবং সাইবার নিরাপত্তা জোরদার করার উপর জোর দিয়েছেন প্রযুক্তিবিদরা। বৃহস্পতিবার রাজধানীর বনানীর পার্ল হোটেলে টেলিকম খাতের রিপোর্টার দের সংগঠন আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তারা। সেমিনারে ডাক ও টেলিযোগযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি তৈরি করতে সরকার কাজ করছে।
আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। আর স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য নিরবচ্ছিন্ন ও সহজলভ্য ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে হবে। আজ (বৃহস্পতিবার) রাজধানীর বনানীতে পার্ল হোটেলে এক সেমিনারে অংশ নিয়ে প্রযুক্তি খাতের সংশ্লিষ্টরা এ কথা বলেন। এই সেমিনারের আয়োজন করে টেলিকম এন্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ।
সেমিনারে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। বলেন নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা ছাড়া স্মার্ট বাংলাদেশ গড়া কঠিন।
বিটিআরসির চেয়ারম্যান শ্যামসুন্দর শিকদার বলেন, দেশে ইন্টারনাট সেবা আরো সহজ ও গতিশিল করা হবে।
সেমিনারে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার বলেন, স্মার্ট হওয়ার সাথে সাথে নিরাপত্তা বজায় রাখা জরুরি। প্রযুক্তি যদি জনগণের কাছে না পৌছানো যায়, তবে সেই প্রযুক্তি কোন কাজে আসে না। তাই প্রযুক্তিকে জনগণ বান্ধব করতে হবে বলে জানান তিনি।
সেমিনারে টিআরএনবির সভাপতি রাশেদ মেহেদী ও সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন বক্তব্য রাখেন।
SMS/prabir