বরগুনার গ্রামীণ সড়কগুলো চলাচলের অনুপযোগী

প্রকাশিত: ১৫-০২-২০২৩ ০৮:২২

আপডেট: ১৫-০২-২০২৩ ০৯:৪৩

বরগুনা সংবাদদাতা: দীর্ঘদিন যাবত সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরগুনা জেলার গ্রামীণ সড়কগুলো, সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দের। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এসব সড়কে চলাচলকারীদের। পর্যায়ক্রমে এসব সড়ক সংস্কার করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। 

বরগুনা সদরের বুড়িরচর ইউনিয়নের উপজেলা বাজার থেকে ওয়াপদা বেড়িবাঁধ পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য প্রায় ৫ কিলোমিটার। গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কার হয়নি গত ২০ বছর ধরে। ফলে সড়কটিতে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দের। উপজেলার প্রায় সব সড়কের একই অবস্থা।

এসব সড়ক দিয়ে প্রতিদিন ছাত্র-ছাত্রীসহ হাজারো মানুষ শহরে যাতায়াত করে। সড়কের এমন বেহাল অবস্থায় দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। 

পর্যায়ক্রমে গ্রামীণ সড়কগুলোর সংস্কার করা হবে বলে আশ্বাস দিয়েছেন বরগুনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সড়ক মেরামতে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর।

AR/sharif