সিরাজগঞ্জ সংবাদদাতা: ভারতীয় মালিকানাধীন প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’ ঘুরে গিয়েছে সিরাজগঞ্জ জেলা। এসময় গঙ্গা বিলাসের অতিথিরা তাঁতশিল্প ঘুরে দেখেন। গতকাল (মঙ্গলবার) বিলাসবহুল পাঁচ তারকা মানের এ জাহাজটি যমুনা নদীর জেলখানা ঘাট এলাকায় নোঙর করে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানসহ কর্মকর্তারা জাহাজের পর্যটকদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
জেলা প্রশাসক জানান, জেলার ঐতিহ্য, শিল্প ও প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও মানুষের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেন তারা। আবারও আসতে চান এই নদীমাতৃক দেশ বাংলাদেশে।
এদিকে সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজওয়ানুল ইসলাম জানান, গঙ্গা বিলাসে আসা ২৮ বিদেশি পর্যটকদের যথাযথ নিরাপত্তা দেওয়া হয়েছিল। তাদের এ ভ্রমণে দেশের পর্যটনশিল্প আরও এগিয়ে যাবে।
জানা গেছে, সুইজারল্যান্ডের ২৭ ও জার্মানির একজন নাগরিক নিয়ে বাংলাদেশ ভ্রমণে আসে গঙ্গা বিলাস।
Mustafiz/prabir