নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালীতে চুরি করতে গিয়ে ধর্ষণ করা হয় নাজমুন নাহারকে (২৬)। তাদের চিনে ফেলায় নাজমুন নাহারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। জেলার সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের গোপীবলভপুর গ্রামে গতবছর ১১ই ডিসম্বের এ ঘটনা ঘটে।
আজ (বুধবার) জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান, গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় গ্রেফতারের পর দুই আসামি হত্যার দায় স্বীকার করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম মোসলেহ্ উদ্দিনের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
এর আগে গত (সোমবার) রাতে নোয়াখালী ও কুমিল্লা থেকে মো. জাহাঙ্গীর আলম (২৮) ও মো. নিজাম উদ্দিন শান্ত (২৫) নামে দুই আসামিকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা দুজনই পেশায় রিকশাচালক।
তিনি আরো জানান, গত ১১ই ডিসম্বের রাতে সিঁধ কেটে ঘরে ঢোকে চোর জাহাঙ্গীর ও নিজাম। এসময় ঘরে মূল্যবান কিছু না পেয়ে নাজমুন নাহারের গলায় ছুরি ধরে কানের দুল, নুপুর, নাকফুল ও মোবাইল লুট করেন। জাহাঙ্গীর জোরপূর্বক নাজমুন নাহারকে ধর্ষণ করেন।
চোর দুই বন্ধু জাহাঙ্গীর ও নিজামকে চিনে ফেলায় নাজমুন নাহারকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে তারা। পরদিন সকালে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্বামী মো. নুরুল আমিন বাদী হয়ে সুধারাম থানায় মামলা করেন। পরে মামলাটি গত ৩০শে জানুয়ারি ডিবিতে হস্তান্তর করা হয়।
Sumyia/sharif