কানাডায় নিবিড়ের মস্তিস্কে আজ অস্ত্রোপচার

প্রকাশিত: ১৬-০২-২০২৩ ১১:৫৯

আপডেট: ১৬-০২-২০২৩ ১২:১৭

নিজস্ব প্রতিবেদক: কানাডার টরন্টোতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন জনপ্রিয় কণ্ঠ শিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার (২১)। স্থানীয় সময় সময় সোমবার (১৩ই ফেব্রুয়ারি) রাতে টরন্টোর ইটোবিককের একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে গাড়িতে থাকা চারজনের মধ্যে তিনজন নিহত হয়। অপরজন নিবিড় কুমারকে সংকটাপন্ন অবস্থায় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। 

দু'দফা অস্ত্রপোচারের পর নিবিড় এখন সেন্ট মাইকেল হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা আজ তার মস্তিষ্কসহ বিভিন্ন অংশে সার্জারির কথা রয়েছে।

একমাত্র ছেলে কুমার নিবিড়ের আশঙ্কাজনক পরিস্থিতি দেখতে ঢাকা থেকে টরন্টোয় গেছেন শিল্পী কুমার বিশ্বজিৎ। সেন্ট মাইকেল হাসপাতালে ডাক্তারের কাছ থেকে ছেলের অবস্থা অবহিত হন। সব জানার পর বিমূঢ় হয়ে যান তিনি। কারও সাথে কথা বলেননি। শুধু দেশবাসীর কাছে তার সন্তানের জন্য দোয়া চেয়েছেন। মৃত ছাত্রদের জন্য গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। 

স্থানীয় পুলিশ জানায়, বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা ঘটেছে। চারজনই টরন্টোর হাম্বার কলেজের শিক্ষার্থী। তারা বাংলাদেশ থেকে যাওয়া শিক্ষার্থী। অন্টারিও’র হাইওয়ে ফোর টোয়েন্টি সেভেন থেকে সাউথবাউন্ডে যাওয়ার পথে সোমবার এ দুর্ঘটনা ঘটে। এসময় বিএমডাব্লিউ মডেলের গাড়ীটি দুমড়ে-মুচড়ে যায়।

Mustafiz/sharif