নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোরেলের চতুর্থ স্টেশন, উত্তরা সেন্টার শনিবার থেকে চালু হয়েছে। সকাল ৮টা থেকে জনসাধারণের জন্য খুলে দেয়া হয় এই স্টেশন। সরকারি ছুটির দিন থাকায় যাত্রীদের ভিড় কিছুটা কম ছিলো। তবে কৌতুহল আর উৎসাহ নিয়ে অনেকে আসেন মেট্রোরেলে চড়তে। মেট্রোরেল কর্তৃপক্ষ বলছে, ধীরে ধীরে এই স্টেশনেও যাত্রী সংখ্যা বাড়বে।
রাজধানীতে যানজট নিরসনে গেলো বছরে উদ্বোধনের পর থেকে যাত্রী নিয়ে চলাচল শুরু করে মেট্রোরেল। শুরুর দিন থেকেই যাত্রী পায় বিদ্যুৎচালিত এই ট্রেন। প্রথমে শুধু আগারগাঁও এবং দিয়াবাড়ি স্টেশন চালু হলেও গত ২৫শে জানুয়ারি খুলে দেয়া হয় পলবী স্টেশন। আর শনিবার থেকে শুরু হলো উত্তরা সেন্টার স্টেশনে যাত্রী ওঠানামা।
সরকারি ছুটির দিন থাকায় সকাল থেকে খুব বেশি যাত্রী দেখা না গেলেও উচ্ছাস আর আনন্দ নিয়ে অনেকেই আসেন স্টেশনে। টিকেট কেটে রওয়ান হন নিজ নিজ গন্তব্যে। উত্তরা সেন্টার স্টেশন খুলে যাওয়ায় খুশি যাত্রীরা। সবগুলো স্টেশন চালু হলে যাতায়াত আরও সহজ হবে বলে মনে করছেন তারা।
মেট্রোরেল কর্তৃপক্ষ বলছে, ধীরে ধীরে সব স্টেশনে যাত্রী সংখ্যা বাড়বে। উত্তরা সেন্টার স্টেশনের পাশে অনেক বিশ্ববিদ্যালয় থাকায় এই স্টেশনের চাহিদা বাড়বেও বলে আশা তাদের।
এছাড়া পহেলা মার্চ মিরপুর-১০ নম্বর স্টেশন খুলে দেয়ার কথা রয়েছে। পর্যায়ক্রমে উত্তরা সাউথ, মিরপুর-১১, কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশনে যাত্রীদের জন্য খুলে যাবে মেট্রোরেলের দুয়ার। গত বছরের ২৮শে ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৯শে ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে দেশের প্রথম মেট্রোরেল।
Raz/habib