বইমেলা ফিরে পেয়েছে তার চিরচেনা রূপ

প্রকাশিত: ১৯-০২-২০২৩ ২৩:০৭

আপডেট: ২০-০২-২০২৩ ০৭:৪৩

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে একুশে বইমেলা ফিরে পেয়েছে তার চিরচেনা রূপ। প্রতিদিনই আসছে নানান বিষয়ের নতুন নতুন বই। পাঠকরা বলছেন, একুশে বইমেলা বাঙ্গালির অস্তিত্বের সাথে মিশে রয়েছে। আর প্রকাশকরা বলছেন,দাম বাড়লেও আশানুরূপ বই বিক্রি হচ্ছে। 

আজ (রোববার) মেলায় নতুন বই এসেছে ৭৫টি। এ পর্যন্ত মেলায় আসা নতুন বইয়ের সংখ্যা ২ হাজার ১৮১টি।

পড়ন্ত বিকেল। এমন সময়ে হাতের কাজ শেষ করে বইমেলায় আসতে শুরু করেন পাঠক ও দর্শনার্থীরা। আর তাদের জন্য স্টলে স্টলে অপেক্ষা প্রকাশক ও বিক্রয়কর্মীদের। পছন্দের বইটি ছাড়াও নতুন আসা বইগুলো উল্টে-পাল্টে দেখছেন তারা।

এরইমাঝে লেখক রনজু রাইমসহ আরো কয়েকজনের বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে মেলায়। প্রকাশ্যে যা বলা যায় না, এমন সত্য-অপ্রিয় কথাগুলো প্রবাদ-প্রবচন হিসেবে বইয়ে স্থান দিয়েছেনলেখক রনজু রাইম।

সময়ের পরিক্রমায় বইমেলার পরিসর ও বি¯তৃতি বেড়েছে।প্রযুক্তির দাপট বাড়লেও বইয়ের প্রতি আগ্রহ কমেনি পাঠক ও লেখকের। ডিজিটাল যুগেও তরুণদের বইপড়া উৎসাহব্যাঞ্জক বলে মনে করেন বিশিষ্টজনরা।

আগের মতো স্কুল-কলেজের পাঠাগারের জন্য বই বিক্রি না হলেও সাধারণ পাঠকদের বইকেনা আশাব্যাঞ্জক বলে জানান অ্যার্ডন পাবলিকেশনের প্রকাশক সৈয়দ জাকির হোসেন।

রোববার মেলায় নতুন বই এসেছে ৭৫টি। এপর্যন্ত প্রকাশিত মোট নতুন বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৮১টি।

 

LGR/Bodiar