নিজস্ব প্রতিবেদক: অমর একুশের ছোঁয়া লেগেছে বইমেলায়। আজ (মঙ্গলবার) দুপুর গড়াতেই জনতার ঢল নামে গ্রন্থমেলায়। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে তাদের পোশাকে ছিলো একুশের চেতনা। বই বিক্রিও এদিন ভালো ছিলো বলে জানান বিক্রেতারা।
বাঙালির আবেগের সাথে মিশে থাকার একটি দিন অমর একুশে ফেব্রুযারি। এদিন শহীদ বেদীতে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে জনস্রোত আঁছড়ে পড়ে বইমেলায়। একুশের স্মরণে গড়ে ওঠা বইমেলা পরিণত হয় জনসমুদ্রে। শিশুরাও একুশের আমেজে আসে বইমেলার শিশুপ্রহরে।
সূূর্য যখন মধ্য আকাশে দাপট দেখাচ্ছে, তখন বইমেলায় সাদা কালো রঙের দাপট। এ রঙ একুশের। এ রঙ মাতৃভাষার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আর আবেগের।
বিকেল গড়াতেই মানুষের স্রোত মিশে গেছে বইমেলা প্রাঙ্গণে। পাঠকেরা পছন্দের বইয়ের খোঁজে ঘুরছেন স্টল আর প্যাভিলিয়নে। তবে ভাষা আর গবেষণাধর্মী বই তেমন পাওয়া যায় না বলে অভিযোগ তাদের। পাঠকের বক্তব্যে স্বীকার করে নিয়েছেন বিক্রেতারাও।
বইমেলায় একুশের এ রঙ ছড়িয়ে পড়ুক সবখানে, এমনটাই প্রত্যাশা আগতদের।
rocky/habib