বান্দরবান সংবাদদাতা: পার্বত্য জেলা বান্দরবানে এবছর বেড়েছে সরিষার আবাদ। উৎপাদন খরচ কম হওয়ায় সরিষা চাষে লাভবান হচ্ছেন কৃষকরা। পাহাড়ের মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় ফলনও হয়েছে ভালো। গতবছরের তুলনায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণ সরিষা চাষ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
বান্দরবানের লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়িসহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় সরিষার চাষ করেছেন কৃষকরা। প্রতিবছর অক্টোবর-নভেম্বর মাসে জমি প্রস্তুত করে ছিটানো হয় সরিষার বীজ। নিয়মিত পরিচর্যায় ৩ মাস পর গাছ থেকে সংগ্রহ করা হয় সরিষা। ভোজ্যতেলের দাম বাড়ায় বাজারে সরিষার চাহিদাও বেশি। প্রতি কেজি সরিষা বাজারে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। অনুকূল আবহাওয়া ও নিয়মিত পরিচর্যায় সরিষার ফলন ভালো হওয়ায় খুশি কৃষকরা।
সরিষা চাষে উদ্বুদ্ধ করতে সরকারিভাবে বিভিন্ন ধরনের সহযোগিতার কথা জানান, জেলা কৃষি কর্মকর্তা মো: শাহনেওয়াজ। কৃষি বিভাগের তথ্যমতে, বান্দরবানে চলতি বছর ১৮০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্র ধরা হলেও চাষ হয়েছে ৩৭৪ হেক্টর জমিতে। যেখানে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৮০ মেট্রিক টন।
Priyonty/sharif