ঝালকাঠি সংবাদদাতা: ঝালকাঠির রাজাপুর উপজেলার বিভিন্ন সড়ক ও ফুটপাতে গড়ে উঠেছে গাছ ও গাছের গুড়ির ব্যবসা। রাস্তার ওপর যত্রতত্র গাছবাহী ট্রাক, কাভার্ডভ্যান থামিয়ে গুড়ি ওঠানামা করা হয়। ফলে চলাচলে দুর্ভোগে পড়েছে মানুষ। এছাড়া সড়কের ক্ষয়ক্ষতির সাথে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। পুলিশ বলছে সড়কে কাউকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে দেয়া হবে না।
বরিশাল-খুলনা ও বরিশাল-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির রাজাপুর উপজেলার বাঘড়ী, বাঁশতলা,মেডিকেল মোড়সহ বিভিন্ন স্থানে গাছ ও গাছের গুড়ির ব্যবসা গড়ে উঠেছে। সড়কের পাশে এসব গাছ ও গাছের গুড়ি ফেলে রাখায় সৃষ্টি হচ্ছে যানজটের। এতে প্রায়ই ঘটছে সড়ক দুর্ঘটনা।
দীর্ঘ সময় নিয়ে বড় বড় গাছ ও গাছের গুড়ি তোলা হয় গাড়িতে। এমনকি গাছের গুড়ি পরিমাপ করা হয় সড়ক ও ফুটপাতের উপর। প্রভাবশালীদের ছত্রছায়ায় এ ব্যবসা চলছে বলে অভিযোগ স্থানীয়দের।
পুলিশ জানায়, মহাসড়ক ব্যবহার করে কোনভাবেই অবৈধ কাজ করতে দেয়া হবে না। সড়কে প্রতিবন্ধকতা তৈরিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
Priyonty/sharif