নিজস্ব প্রতিবেদক: অমর একুশে বইমেলার ছুটির দিনের সকাল মানেই শিশুপ্রহর, আর সেখানে আসা কচিকাঁচাদের ছুটোছুটি। নতুন বইয়ের ঘ্রাণ নিতে স্টলে স্টলে খুদে পাঠকদের ভিড়। ইকরি-হালুম ও টুকটুকির সঙ্গে হই-হুল্লোড়ে মজার সময় পার। আজ (শুক্রবার) সকালের শিশুপ্রহরে এমন দৃশ্যই চোখে পড়েছে। বইমেলায় হামলার হুমকি দিয়ে উড়োচিঠি দেয়ার পরও থেমে যায়নি মেলার স্পন্দন। তবে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
অভিভাবকের হাত ধরে ছোট্ট ছোট্ট পদক্ষেপে গ্রন্থ মেলায় আসা। বইয়ের সাথে পরিচয় আর সেই ভুবনে ডুবে যাওয়া। ছুটির দিনে সকালে মেলার দুয়ার খোলার সাথে সাথেই শিশু প্রহরে ছোট্ট সোনামণিদের আনাগোনা। মূল গন্তব্য উদ্যান প্রাঙ্গণের শিশু চত্বর।
মূল আকর্ষণ ইকরি, হালুম আর টুকটুকিদের সাথে মজার সময় কাটানো। সিসিমপুরের পছন্দের চরিত্রগুলোকে কাছ থেকে দেখে বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠে সোনামণিরা
শিশুদের বইয়ের স্টলগুলোতেও ছিল ভিড়। বাবা-মায়ের হাত ধরে স্টল ঘুরে ঘুরে নিজেদের পছন্দের বই বেছে নেয় শিশুরা। কারো পছন্দ গল্প, আবার কেউ হাতে নিয়েছে সায়েন্স ফিকশন বা কমিকসের বই।
অভিভাবকরা বলছেন, বাংলা ভাষা, ইতিহাস ও সংস্কৃতির সাথে শিশুদের বন্ধন দৃঢ় করতেই বইমেলায় নিয়ে আসা। এদিন বইমেলা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় ছিলো আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারী।
Rakib/sharif