নিজস্ব প্রতিবেদক: একুশে বইমেলার এখন বিদায়ের আবহ। শেষ সময়ে পছন্দের বই কিনতে ব্যস্ত পাঠকরা। প্রকাশকরা জানালেন, বিক্রিও ভালো। সব মিলিয়ে প্রাণবন্ত প্রকাশক, লেখক ও পাঠকের এই মেলবন্ধন। এবছর ভ্রমণ কাহিনী, উপন্যাস, কবিতা ও শিশুদের বইয়ের প্রতি আগ্রহ বেশি পাঠকদের।
আর মাত্র একদিন পর শেষ হচ্ছে অমর একুশে বই মেলা। শেষ সময়ে বই মেলায় পাঠক, লেখক ও দর্শনার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো। পরিবার-পরিজনদের নিয়ে ঘুরতে এসেছেন অনেকে।
এবছর কবিতা, উপন্যাস ও ভ্রমণ কাহিনীর প্রতি পাঠকদের আগ্রহ বেশি। এবারের মেলায় বইয়ের দাম বেশি বলে ক্ষোভ প্রকাশ করেন অনেক বইপ্রেমী।
বইয়ের বিক্রি ভালো বলে সন্তুষ্টি প্রকাশ করেন লেখকরা। বিক্রেতারা বলছেন, বইয়ের ক্রেতার চেয়ে দর্শনার্থীর সংখ্যা বেশি। তবে মেলা যতই শেষের দিকে যাচ্ছে, বিক্রি ততই বাড়ছে। তারা বলছেন, কাগজ ও কালির দাম বেড়ে যাওয়ায় বেড়েছে বইয়ের দাম।
সোমবার মেলায় নতুন বই এসেছে ১৮৫টি। আর এ পর্যন্ত নতুন গ্রন্থ প্রকাশিত হয়েছে ৩ হাজার ৪৬৩টি।
Nijhum/sharif