আজ ডায়াবেটিস সচেতনতা দিবস

প্রকাশিত: ২৮-০২-২০২৩ ০৮:৩৭

আপডেট: ২৮-০২-২০২৩ ০৮:৩৭

নিজস্ব প্রতিবেদক: আজ ২৮শে ফেব্রুয়ারি, জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস। ডায়াবেটিস সম্পর্কে মানুষকে সচেতন করার লক্ষে প্রতিবারের মতো এবছরও নানা আয়োজনে ডায়াবেটিস সচেতনতা দিবস ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ডায়াবেটিস নিয়ন্ত্রণ সর্বক্ষণ, সুস্থ দেহ, সুস্থ মন’।

ডায়াবেটিস সচেতনতা দিবস ও সমিতির ৬৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি সমিতির অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠান ও বিভিন্ন জেলার অধিভুক্ত সমিতিগুলোও নানা কর্মসূচি হাতে নিয়েছে।

দিবসটি উপলক্ষে রাজধানীতে সকাল সাড়ে ৮টায় শাহবাগ বারডেম কার পার্কিং থেকে টেনিস ক্লাবের গেট পর্যন্ত শোভাযাত্রা হবে। এরপর সকাল সাড়ে ১১টায় বারডেম অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত বারডেম ক্যাম্পাস এবং এনএইচএন ও বিআইএইচএসের বিভিন্ন কেন্দ্র সংলগ্ন স্থানে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় করা হবে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে স্বল্প মূল্যে হার্ট ক্যাম্প করা হবে।

এছাড়াও ডায়াবেটিস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষে ‘কান্তির’ বিশেষ সংখ্যা ও সচেতনতামূলক লিফলেট ও পোস্টার প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লে­খ্য, ১৯৫৬ সালের ২৮শে ফেব্রুয়ারি বাংলাদেশ ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠা করা হয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতন করে তুলতেই বাংলাদেশ ডায়াবেটিক সমিতি তার প্রতিষ্ঠা দিবসকে ডায়াবেটিক সচেতনতা দিবস হিসেবে পালনের উদ্যোগ নেয়। এর পর থেকে প্রতিবছর নানা আয়োজনে দিবসটি পালন করে আাসছে সংগঠনটি।

বাংলাদেশ ডায়াবেটিস সমিতির তথ্য অনুযায়ী, দেশে এই মুহূর্তে ৮৪ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। ৩০ বছরের বেশি বয়সের সবাইকে পরীক্ষা করলে এ সংখ্যা আরও বাড়বে। অথচ তাদের চিকিৎসায় ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন মাত্র ১৫০ জন।

সে হিসেবে প্রতি ৫৬ হাজার রোগীর সেবায় চিকিৎসকের সংখ্যা মাত্র একজন। আর মোট জনসংখ্যা হিসাবে প্রতি ১২ লাখ মানুষের জন্য ডায়াবেটিস চিকিৎসক রয়েছেন একজন। এমনকি দেশে অসংক্রামক রোগের মধ্যে অন্যতম ডায়াবেটিস রোগের চিকিৎসাসেবা ব্যয়বহুল। ফলে রোগীদের ৩৫ শতাংশই চিকিৎসা পাচ্ছেন না। চিকিৎসার আওতায় রয়েছেন ৬৫ শতাংশ বা ৫৬ লাখ রোগী।

 

AR/shimul