নিজস্ব প্রতিবেদক: আগামী ১০ ও ১১ই মার্চ লিটল পত্রিকা শালুক আয়োজন করতে যাচ্ছে দুইদিন ব্যাপী ‘শালুক আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন’। আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে অংশ নেবেন ভারত, নেপালসহ প্রতিবেশি বিভিন্ন দেশের সাহিত্যিকরা।
গতকাল (মঙ্গলবার) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শালুক সম্পাদক ওবায়েদ আকাশ। এসময় তিনি বলেন, শালুকের উদ্দেশ্য হলো বাংলা ও বাংলা সাহিত্যের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিকে মডেল হিসেবে সারাবিশ্বের কাছে তুলে ধরা।
নতুন নতুন মেধা অন্বেষণের মাধ্যমে বাঙালির আত্মপরিচয় অনুসন্ধান করা। এর আগে শালুক সাহিত্য আড্ডা চালু করেছে। এতে নতুন নতুন চিন্তা চেতনা ও তারুণ্যের সমাগম ঘটে। এবারই প্রথমবারের মতো আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন আয়োজন করতে যাচ্ছে শালুক।
KNR/sharif