চট্টগ্রাম প্রতিবেদক: বিভিন্ন উদ্যোগ ও নান্দনিকতার প্রয়োগে বদলে যাচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানা। পশুপাখির খাঁচায় আনা হচ্ছে নতুনত্ব, লাগছে শিল্পের ছোঁয়া। ১৬টি বাঘসহ অর্ধসহস্রাধিক পশু ও পাখির এই চিড়িয়াখানা ঘুরে দর্শণার্থীরাও খুশি। এবার সেখানে যুক্ত হতে যাচ্ছে দু'টি জলহস্তী। সম্প্রসারিত হতে যাচ্ছে চিড়িয়াখানাটি।
প্রতিনিয়তই সমৃদ্ধ হচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানা। বদলে যাচ্ছে এর চিত্র। শৈল্পিক ছোঁয়ায় পশুপাখির খাঁচাগুলো পেয়েছে নান্দনিক রুপ। ১৬টি বাঘসহ শতাধিক প্রজাতির অর্ধসহস্রেরও বেশি পশু ও পাখি রয়েছে এই চিড়িয়াখানায়। চট্টগ্রাম চিড়িয়াখানায় যত বাঘ রয়েছে, দেশের কোনো চিড়িয়াখানায় এতো নেই। সমৃদ্ধ এই চিড়িয়াখানা দেখে খুশি দর্শণার্থীরাও।
সবশেষ বুধবার নতুন দুইটি বাঘের খাঁচা ও একটি হরিণের খাঁচা যুক্ত করা হয়েছে চিড়িয়াখানায়। শিগগিরি এখানে নতুন অতিথি হিসেবে আসতে যাচ্ছে দুটি জলহস্তী। এছাড়াও চিড়িয়াখানার সম্প্রসারণসহ বিভিন্ন পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। ঢাকা চিড়িয়াখানা থেকে জলহস্তী দুটি চট্টগ্রামে নেয়া হচ্ছে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
lamia/sharif