নিজস্ব প্রতিবেদক: ভোট প্রতিদ্বন্দ্বিতামূলক হলে ভোটার উপস্থিতি ভালো থাকে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ (বৃহস্পতিবার) নির্বাচন কমিশনের সামনে জাতীয় ভোটার দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধনকালে তিনি একথা বলেন। আগামীতে ভোট প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় সিইসি হাবিবুল আউয়াল বলেন, সংসদ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর ঐক্যমত জরুরি। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করবে কমিশন। কিন্তু কাউকে জোর করে নির্বাচনে আনবে না। আজ ৫ম বারের মতো সারা দেশে পালিত হচ্ছে জাতীয় ভোটার দিবস। ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ এই প্রতিপাদ্যে এবার পালিত হচ্ছে দিবসটি।
ভোটার দিবস উদযাপন উপলক্ষে নির্বাচন কমিশনের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে ভোটার দিবসের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এসময় নির্বাচন কমিশনার (ইসি) সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর নির্বাচন কমিশনের সামনে থেকে একেটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
দক্ষতা ও কৃতিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য এই ভোটার দিবসে নির্বাচন কমিশনের ৩ জন চৌকস কর্মকর্তাকে জাতীয় নির্বাচনী পদক প্রদান করা হবে।
Prottay/sharif