খুলনা প্রতিবেদক: খুলনায় আজ দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন সরকারি-বেসরকারি চিকিৎসকরা। খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান শেখ নিশাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে।
এর আগে গতকাল বুধবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চিকিৎসকেরা ২৪ ঘণ্টা কর্মসূচি পালন করেন। তবে গতকাল সন্ধ্যায় বিএমএর নির্বাহী কমিটির আলোচনায় সিদ্ধান্ত হয়, আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
চিকিৎসকদের কর্মবিরতির কারণে খুলনা জরুরি বিভাগ ছাড়া হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। অনেকে চিকিৎসা না পেয়ে হাসপাতাল ছেড়ে যাচ্ছে। চিকিৎসকদের কর্মবিরতি চললেও ভর্তি রোগীদের স্বাভাবিক চিকিৎসা চলছে বলে জানিয়েছেন খুলনা মেডিকেলের সহকারি রেজিস্ট্রার। সার্বিক পরিস্থিতি নিয়ে খুলনা বিভাগীয় কমিশনারের সঙ্গে বিএমএ নেতাদের বৈঠক চলছে।
এদিকে, বুধবার দুপুরে জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে হামলার শিকার হওয়া চিকিৎসকের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগ করেছেন এক নারী। অপরদিকে, চিকিৎসকের উপর হামলার ঘটনায় করা মামলার আসামি পুলিশের এএসআই শেখ নাইমুজ্জামানকে সাতক্ষীরা এপিবিএন থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে দেয়া হয়েছে।
kanij/sharif