নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণহীন, ক্ষুব্ধ ক্রেতা

প্রকাশিত: ০৩-০৩-২০২৩ ১৪:১৫

আপডেট: ০৩-০৩-২০২৩ ১৪:১৫

নিজস্ব প্রতিবেদক: রমজান আসন্ন হলেও বিভিন্ন পণ্যের দাম বাড়ছেই। যা অস্বস্তি বাড়াচ্ছে ক্রেতার। এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না থাকায় তারা হতাশ। তবে ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজার ও ডলারের বাড়তি দামের কারণেই বাজারে স্বস্তি ফিরছে না। 

প্রতিবছর রমজান মাস সামনে রেখে মাথাচাড়া দিয়ে ওঠে অসাধু সিন্ডিকেট। মাস খানেক আগে থেকেই বাড়িয়ে দেয়া হয় বিভিন্ন পণ্যের দাম। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। শবে বরাতের আগ থেকেই দফায় দফায় বাড়ছে নিত্যপণ্যের দাম।

আজ (শুক্রবার) রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ছোলার দাম ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৯৫ টাকায়। প্রতি কেজি ডাল ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৪০ টাকা। চিনির সংকট এখনও কাটেনি। ক্ষুব্ধ ক্রেতাদের অভিযোগ, সরকারের বেঁধে দেয়া দর মানছেন না ব্যবসায়ীরা। 

গেল বছর রমজানের আগে বিদেশি আদার কেজি ছিল ১২০ টাক, এবার সেই আদার দাম ঠেকেছে ২৫০ টাকায়। বেড়েছে রসুন, এলাচ, লবঙ্গ, দারচিনির মতো মসলার দামও। মুরগীর দামও ওঠানামা করছে। সপ্তাহের ব্যবধানে সোনালি মুরগীর দাম কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৩০ টাকায়। ব্রয়লার মুরগীর কেজি এখন ২৫০। এতে আমিষের চাহিদা মেটানো নিয়ে শঙ্কায় ক্রেতারা।

বিক্রেতারা বলছেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে দেশের বাজারে নিত্যপণ্যের দাম কমছে না। বাজারে নজরদারি বাড়ানো না হলে রোজার সময় পণ্যের দাম আরও বেড়ে যাওয়ায় আশংকা করছেন ক্রেতারা।

Piash/sharif